সিজার তাবেলা হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ




সিজার তাবেলাইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. শফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ নিয়ে মামলার ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইসরুল কায়েশ সাক্ষ্যগ্রহণ করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, জসিম উদ্দিন ও ব্যারিস্টার ফখরুল ইসলাম জবানবন্দি শেষে মো. শফিকুল ইসলামকে জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ মে দিন ধার্য করেন।
২০১৬ সালের ২৮ জুন এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অন্য আসামিরা হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙারি সোহেল।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন সিজার তাবেলা। গুলিবিদ্ধ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেদারল্যাডনসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডি’র কর্মকর্তা ছিলেন তাবেলা সিজার।