বিএসএমএমইউতে পায়ুপথের রোগের লেজার সার্জারি চালু

বিএসএমএমইউতে পায়ুপথের রোগের লেজার সার্জারি

পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লেজার সার্জারি চালু হয়েছে। এখন থেকে এই রোগের চিকিৎসায় কাটাছেঁড়া ছাড়াই লেজার সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হবে।

সোমবার (২২ এপ্রিল) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

রবিবার (২১ এপ্রিল) তিনজন রোগীর লেজার সার্জারি করেন কলোরেক্টাল সার্জারি বিভাগের চিকিৎসকরা।

উপাচার্য বলেন, ‘রোগীর লেজার সার্জারি রোগীর ওপর ওষুধের ক্রিয়া কেমন হচ্ছে, এটার ওপর নির্ভর করে। যদি সিম্পল হয়, তাহলে একবার লেজার সার্জারি করলেই রোগী সুস্থ হবেন। আর যদি না হয়, তাহলে একাধিকবার সার্জারি করা লাগতে পারে।’

এখনও এই রোগের ব্যয় নির্ধারণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আমরা লেজার সার্জারি করে রোগীদের এই চিকিৎসা দেবো। এরপর পুরো বিষয়টি চিন্তাভাবনা করে এই অস্ত্রোপচার করতে ঠিক কত ব্যয় হবে তা নির্ধারণ করবো।’

কলোরেক্টাল ডিপার্টমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন। এই বিভাগে দুইজন অধ্যাপক ও দুইজন সহযোগী অধ্যাপকসহ পাঁচজন চিকিৎসক আছেন।