বিজিএমইএ ভবন থেকে মালামাল সরাতে ফের সময় দিলো রাজউক

বিজিএমইএ ভবনবিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ফের দু’দিন সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। রাজউকের দেওয়া সময় অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) এবং বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল পাঁচটার মধ্যে সব মালামাল সরিয়ে নিতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে রাজউক এই সিদ্ধান্ত দিয়েছে। এরইমধ্যে মঙ্গলবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান এ তথ্য জানান।
এর আগে গত ১৬ এপ্রিল বিজিএমইএ ভবন সিলগালা করে দেয় রাজউক। তার আগে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়। এরপর ভবন সিলগালা করা হয়। পরে বিজিএমইএ ভবনে থাকা অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল দিনভর মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছিল রাজউক। এরপর ওইদিন বিকাল পৌনে ৬টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়।