পাঁচ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার (ফটো স্টোরি)

১ (5)

পাঁচ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে নীলক্ষেত সড়কের অবরোধ তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে সাড়ে চার ঘণ্টা নীলক্ষেত মোড়ের সব রাস্তা অবরোধ করে রাখেন তারা।

১ (8)

পাঁচ দফা দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পযন্ত মিরপুর সড়কের নীলক্ষেত ক্রসিং অবরোধ করে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

১ (2)

প্রায় চার ঘণ্টা তারা মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

১ (1)

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেছেন, ‘দাবি আদায় না হলে সাত কলেজের সব কার্যক্রম বন্ধ থাকবে।’

১ (4)

সেশনজটসহ বিভিন্ন অনিয়ম নিরসনে আজ মঙ্গলবারের মধ্যে কোনও ঘোষণা না এলে বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।

১ (3)