প্রাথমিকের দফতরি নিয়োগে প্রতারণা ঠেকাতে সতর্কতা জারি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী নিয়োগে প্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাই এই প্রতারণা ঠেকাতে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এই ব্যাপারে মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একজন করে অস্থায়ী ভিত্তিতে দফতরি কাম প্রহরী পদে লোক নিয়োগ করা হবে (আউট সোর্সিংয়ের মাধ্যমে)। নীতিমালা অনুযায়ী, উপজেলা শিক্ষা কমিটি লোক নিয়োগ দেবে। এটি রাজস্ব খাতের কোনও পদ নয়। সম্পূর্ণ অস্থায়ী পদ, চাকরি স্থায়ী হওয়ার কোনও সুযোগ নেই। সুতরাং দফতারি কাম প্রহরী পদে নিয়োগ পেতে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন করা ঠিক হবে না। এতে চাকরি প্রার্থী ও চাকরি গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

কোনও প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।