এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম, রাজউকের অথরাইজড অফিসারকে জিজ্ঞাসাবাদ

অগ্নিকাণ্ডের পর এফ আর টাওয়ার

বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজউকের অথরাইজড অফিসার নুরুজ্জামান জহিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় মোট ২৭ জন নিহত হন।

এই ভয়াবহ দুর্ঘটনার পর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে গত ৩ এপ্রিল  অনুসন্ধান শুরু করে দুদক। এর অংশ হিসেবে রাজউক কর্মকর্তা জহিরকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, এফ আর টাওয়ার নির্মাণে ১৮ তলার অনুমোদন ছিল। কিন্তু পরে কীভাবে ২৩ তলা করা হলো, এই অনিয়মের সঙ্গে কারা জড়িত এবং কাদের অবহেলা আছে, তা খতিয়ে দেখছে দুদক।