এমআরপি বাড়িয়ে লেখায় জরিমানা

এমআরপি মুছে বাড়িয়ে লেখা হয়ওষুধের মোড়কে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি মুছে লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় শাহবাগ এলাকার অভিজাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শাহবাগ এলাকায় বাজার তদারকি (অভিযান) করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানমোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, একটি ওষুধের প্যাকেটের গায়ে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি কেটে  লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অভিজাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল নিউ সিলভানা, নিউ মৌলি রেস্তোরাঁ, নিউ জ্ঞানজেত হোটেল, নিউ কহিনুর কনফেকশনারি, বেনভু ফার্মা, ইউনাইটেড ড্রাগ স্টোর, আশরাফুল ড্রাগ স্টোর, গাজী মেডিক্যাল হল ও ঢাকা ফার্মাসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। তদারকি কাজে শাহবাগ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

আরও পড়ুন: 

ওজনে কম দেওয়ায় জরিমানা

কটিয়াদিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা