শিশু শ্রমিকদের শিক্ষা সম্প্রসারণে ‘আর্ট উইথ কাইন্ডনেস’

image001শিশুশ্রম, প্রকৃতি ও বিমূর্ত চিত্রকর্ম নিয়ে চলছে দিনব্যাপী প্রদর্শনী ‘আর্ট উইথ কাইন্ডনেস’। এর আয়োজন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা চ্যারিটি রাইট। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর গুলশানের মৃণাল হক ক্রিয়েটিভ আর্টসে এটি শুরু হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।
চিত্র প্রদর্শনীটির উদ্দেশ্য ছিন্নমূল শিশুদের মুখে অন্ন তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষার সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ করা। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী দুই হাজার শিশু শ্রমিকের খাবারের ব্যবস্থার মাধ্যমে শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে এই কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চ্যারিটি রাইট জানিয়েছে, বর্তমানে ঢাকার ৫৪টি স্কুলে ছিন্নমূল শিশু শ্রমিকদের উপস্থিতির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কক্সবাজারে তিনটি স্কুলে অধ্যয়নরত আছে ৬৩৪টি রোহিঙ্গা শিশু।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কক্সবাজারসহ ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে চ্যারিটি রাইট। সমাজের অবহেলিত ও নাগরিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বৃহত্তর এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।