আগুনে পুড়েই নুসরাতের মৃত্যু, ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে





নুসরাত জাহান রাফিআগুনে পুড়েই ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের করা ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ময়নাতদন্তের এই প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্তের প্রতিবেদনটি ডিএমপির শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ময়নাতদন্তের রিপোর্ট রিসিভ করেছি। ফেনীর পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা আগামীকাল রবিবার সকালে এসে রিপোর্টটি হাতে হাতে গ্রহণ করবেন।’
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনীতে আগুনে পুড়ে মারা যাওয়া নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদনটি শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নুসরাত জাহান রাফি ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী ছিলেন। তাকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে। এ অভিযোগ নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় অধ্যক্ষের ভাগ্নি পপি। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।