সাভারে সাত মিষ্টি দোকানকে জরিমানা

মিষ্টিতে মাছিঢাকা জেলার সাভার উপজেলায় সাত মিষ্টি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২৮ এপ্রিল) ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।

মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল জানান, সাভারের বাসস্ট্যান্ড বাজারে মিষ্টির কারখানা ও মিষ্টি দোকান পরিদর্শন করা হয়। ওজনে কম দেওয়া  এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে যোগেশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, জয় মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, পূজা মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, নিতাই মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, বিক্রমপুর সুইটসকে ১০ হাজার, শিবনাথ সুইটসকে ১০ হাজার ও জগদীশ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকিবাজার তদারকি (অভিযান) কাজে এপিবিএন-১ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন: 

গোপালগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

হিমাগারে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি রাখায় জরিমানা