বসিলায় জঙ্গিবিরোধী অভিযান: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানরাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ এর আওতায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, র‍্যাব বাদী হয়ে গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করেছে।

২৮ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের বসিলায় মেট্রো হাউজিং এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় র‍্যাব-২ এর একটি দল। তাদের কাছে তথ্য ছিল বাড়িটিতে দুই জন জঙ্গি রয়েছে। অভিযান শুরুর পরই র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজন দুই জঙ্গি। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে সঙ্গে নিয়ে র‌্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই বাড়িতে ঢোকে। ওই সময়ও সেখান থেকে কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায়। এরপর সকাল ১১টায় বাঁশ ও টিন দিয়ে তৈরি বাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভেতর দুই জঙ্গির লাশ পাওয়া যায়।

আরও পড়ুন- বসিলায় নিহত দুই জঙ্গির পরিচয় শনাক্তে জটিলতা