মামলার জট নিরসনে বিচারপতিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সুপ্রিম কোর্টে মামলার জট নিরসনে বিচারকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে বিচার কাজ পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের ফুলকোর্ট সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান প্রধান বিচারপতি।

বৈঠক সূত্রে জানা গেছে, দ্রুত মামলার সংখ্যা কমিয়ে আনতে হলে উচ্চ আদালতে আরও বিচারক নিয়োগের পরামর্শ দেন সভায় উপস্থিত বিচারপতিরা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বিচারকের সংখ্যা কম, তারপরও মামলা নিষ্পত্তির হার অনেক বেশি বলেও মন্তব্য করেছেন তারা।  

এর আগে গত ২৭ এপ্রিল জাস্টিস অডিটের একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০১৭ সালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিচারাধীন মামলার প্রবৃদ্ধির হার ছিল ১৪ শতাংশ, দায়রা আদালতে এ হার ১৬ শতাংশ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ প্রবৃদ্ধির হার ৯ শতাংশ। এভাবে চলতে থাকলে ২০২২ সালে মুখ্য বিচারিক হাকিমের আদালত, দায়রা আদালত ও হাইকোর্ট বিভাগে আগের বছরগুলো থেকে আসা মামলার পরিমাণ হবে যথাক্রমে ৭২ শতাংশ, ৮০ শতাংশ এবং ৯০ শতাংশ। এ অবস্থা থেকে উত্তরণে মামলা ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে অডিটে।