ডা. সইফ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা

২৩৩৪

কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ডা. সইফ-উদ-দাহারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় তার লেখার সংকলন ‘নির্বাচিত রচনা’ গ্রন্থের প্রকাশনাকে কেন্দ্র করে কথা বলেছেন বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘ডা. সইফ প্রচুর বই পড়তেন। বই পড়ে পড়ে তিনি বিপ্লবের কাজে যুক্ত হয়েছিলেন। বিপ্লবীরা সমাজের বিদ্যমান বিষয়গুলোর পরিবর্তন চায়, মানুষের মুক্তি চায়। ডা. সইফ ছিলেন তেমনই এক বিপ্লবী। তিনি ছিলেন আজন্ম বিপ্লবী।’

তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘স্বাধীনতার পর বামপন্থী রাজনীতির দুরাবস্থা শুরু হয়। তবে ৬০ এর দশক তথা ৬৯ এর গণঅভ্যুত্থান পর্যন্ত এর একটি ধারাবাহিকতা ছিল। ডা. সইফ এসব বিষয় তার রচনায় সুন্দরভাবে তুলে ধরেছেন। স্বাধীনতার পর দেশে পুঁজিবাদের বিকাশ, শ্রমিকের মজুরির প্রশ্ন সব বিষয়ই তুলে ধরেছেন তিনি।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ডা. সইফ দাহা সমালোচনার ক্ষেত্রে যথেষ্ট নিমর্ম ছিলেন। তিনি স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছিলেন।’

এসময় আরও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ড. আজিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি এবং কমরেড সইফ-উদ-দাহার স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক শাহ আতিউল ইসলাম। সঞ্চালনা ও স্বাগত বক্তব্য উত্থাপন করবেন তাসলিমা আখতার এবং দীপক রায়।