৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৫ হাজার ৮৯ কোটি ৪৬ লাখ টাকা রাজস্ব বাজেট ও ২ হাজার ৯৯৯ কোটি ৩ লাখ টাকা উন্নয়ন বাজেট। সোমবার (৬ মে) কমিশনের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। 

এবার বাজেটে সবচেয়ে বেশি ৭৬৪ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা খাতে এবার বরাদ্দ দেওয়া হয়েছে ৬৪ কোটি ৪০ লাখ টাকা। গত অর্থ বছরে গবেষণার জন্য কমিশন বরাদ্দ দিয়েছিল ৬২ কোটি ৩৬ লাখ টাকা।