ইয়াবাসহ গ্রেফতার চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মাহফুজ রিমান্ডে

 

আদালতরাজধানীর আরামবাগে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মাহফুজুর রহমানকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামি মাহফুজকে আদালতে হাজির করেন। আবেদনের পর ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাখার ইসহাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে ৭ মে রাতে রাজধানীর আরামবাগ থেকে ১০ হাজার একশ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মাহফুজুর রহমান বড় ধরনের সংঘবদ্ধ মাদক দলের সক্রিয় সদস্য। ২০০৯ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০১৭ সালে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তার অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া আসামি নিজেকে মিথ্যা এসআই পরিচয় দিয়ে মাদক চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়ে। পুলিশ বাহিনীর সদস্য না হয়ে মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিধান করে কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে খুলনায় সরবরাহ করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশ ইউনিফর্ম, সরঞ্জাম ও ইয়াবা উদ্ধার করে।