৫১৪ কম্পিউটার শিক্ষক নিয়োগের সুপারিশ





২২২২২৫১৪ জনকে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৩২টি শূন্যপদের বিপরীতে ৫১৪ প্রার্থীকে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি ১৮টি পদে নারী কোটার প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হয়নি।
বুধবার (৮ মে) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। তবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১০ জানুয়ারি হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের সহকারী শিক্ষকের (কম্পিউটার) এক হাজার ৯৫টি শূন্যপদের বিপরীতে প্রার্থী নিয়োগের সুপারিশ করার ফল প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের যোগদানে কোনও অসুবিধার সৃষ্টি হলে অথবা যোগদানে কোনও বাধার মুখে পড়লে সরাসরি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে নিষ্পত্তি করতে হবে। জেলা শিক্ষা অফিসার কোনও কারণে সমস্যার নিষ্পত্তি করতে অপারগ হলে এনটিআরসি-কে অবহিত করতে হবে। শুধুমাত্র জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পাঠানো আবেদন আমলে নেওয়া হবে।