রাজধানীতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নারী নিহত

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ফুল বিবি নামে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছয় জনসহ মোট সাত জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

নিহত ফুল বিবির পুত্রবধূ কাজল রেখা ঢামেক হাসপাতালে বাংলা ট্রিবিউনকে জানান, ভোরে তারা পটুয়াখালী থেকে লঞ্চে সদরঘাট নামেন। এরপর তাদের পুরো পরিবার একটি প্রাইভেটকার ভাড়া করে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে যাচ্ছিলো। এলিফ্যান্ড রোডের বাটা সিগন্যাল দিয়ে গাড়িটি যখন যাচ্ছিলো তখন অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফুল বিবি (৬০) নিহত হন। এই ঘটনায় গাড়ির চালক, শিশু ও পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হন।

আহতরা হচ্ছেন- নিহতের স্বামী অসুস্থ আবুল কালাম পেদা (৬৫), ছেলে আনোয়ার হোসেন রনি, ছেলের স্ত্রী কাজল রেখা, তার মেয়ে সোয়াত, লাইজু বেগম, হাসান রুবেল ও মাইক্রোবাস চালক। তারা ঢামেকে চিকিৎসাধীন।