ঝড়ে বায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

ঝড়ের পর শুক্রবার বায়তুল মুকাররমের দক্ষিণ গেট এলাকার ভেঙে পড়া প্যান্ডেল

রাজধানীতে শুক্রবার সন্ধ্যার হঠাৎ ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়। তিন কর্ম-দিবস শেষে মঙ্গলবারে (২১ মে) প্রতিবেদন উপস্থাপন করবে কমিটি।

শনিবার (১৮ মে) ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. এবিএম জাহাঙ্গীর আলম, দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার, মসজিদ ও মার্কেট বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী ফজলুল করিম। 

এদিকে, শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বোর্ড অব গভর্নর এর মসজিদ ও মার্কেটের সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নিহতের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও আহতদের সর্বোচ্চ চিকিৎসার কথা উল্লেখ করা হয়েছে।   

শনিবার আহতদের দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী

এর আগে সকালে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার (১৭ মে) সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে। এসময় নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে। লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া আহত হন মোট ২২ জন। এর মধ্যে রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আবদুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আউয়াল (২৮) ও আমিন উল্লাহ (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন আফজাল হোসেন (৬৮), বিপ্লব (২৪) ও হৃদয় (১৮)। পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলামকে।