‘যেখানে খুশি পোস্টিং দেন, নির্দ্বিধায় মানুষের সেবা করবো’

 

01

নন-ক্যাডারভুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, 'শূন্য পদ সৃষ্টি করে আমাদের সরকারি চাকরির ব্যবস্থা করুন। আমাদের যেখানে খুশি সেখানে পোস্টিং দিন। আমরা নির্দ্বিধায় মানুষের সেবা করবো।' রবিবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে '৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসক' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডারের পক্ষ থেকে ডা. উম্মে হুমাইরা কানেতা বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডার চিকিৎসককে ক্যাডারভুক্ত করুন। প্রয়োজনে পদ সৃষ্টি করে আমাদের সরকারি চাকরির ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমানে প্রবল চিকিৎসা সংকট চলছে। সংকট মেটাতে নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করা এখন সময়ের দাবি। নতুন পদ সৃষ্টি করার মাধ্যমে ৩৯তম বিসিএসে উত্তীর্ণদের নিয়োগ দেওয়া সরকারের জন্য কঠিন কোনও বিষয় নয়।’

এমডিজি অর্জন ধরে রাখতে এবং রূপকল্প ২১ এসডিজি বাস্তবায়নের জন্য চিকিৎসক সংকট মেটাতে নন-ক্যাডার চিকিৎসকদের পদায়ন জরুরি।

সংবাদ সম্মেলনে ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডা. রাজন, ডা. শারমীন, ডা. ইমরান, ডা. মাইন উদ্দিন, ডা. রাফা, ডা. শারমীন, ডা. দেবাশীষ ও ডা. উম্মে তাহেরাসহ অনেকে।