ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন

01

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে গুলিস্তান মোড়ে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৫টি বিলাসবহুল এসি বাস চলবে। এই রুটে বাসের যাত্রীরা সেবা পাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-হানিফ ফ্লাইওভার-চাষাঢ়া-মণ্ডলপাড়া পর্যন্ত। এতে ঢাকা-চাষাঢ়া জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ এবং ঢাকা-মণ্ডলপাড়া ৫৫ টাকা।

বিআরটিসি জানিয়েছে, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি বহরে ৬০০টি বাস ও ৫০০টি ট্রাক নিয়েছে সরকার। ৬০০টি বাসের মধ্যে ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা এসি সিটি, ১০০টি একতলা এসি ইন্টারসিটি ও ১০০টি একতলা নন এসি ইন্টারসিটি বাস রয়েছে।

এরই মধ্যে ৬০০ বাসের মধ্যে ১৭৯টি এবং ৫০০ ট্রাকের মধ্যে ৪৮০টি বিআরটিসি বহরে যুক্ত হয়েছে।