নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ সেপ্টেম্বর

খালেদা জিয়া

নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৬ মে ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সারাদেশে  হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন ড. এমাজউদ্দিন আহম্মেদ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।