হলি আর্টিজান হামলা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৩ জুন


হলি আর্টিজান রেস্টুরেন্টরাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৭ মে) ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।
সাক্ষীরা হলেন পুলিশ (পরিদর্শক) রফিকুল ইসলাম (উপ-পরিদর্শক), কবির হোসেন (উপ-পরিদর্শক), মিজানুর রহমান, দিদার হোসেন ও দ্বীন ইসলাম। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রুহুল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ পর্যন্ত মামলাটির ৪৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইবুনাল।
গত বছরের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে গত ৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।