ডাচ-বাংলা ব্যাংকের টাকা আত্মসাৎ: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুদকডাচ-বাংলা ব্যাংকের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এভিপি মো. জাকির হোসেনের (বর্তমানে চাকরিচ্যুত) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭ ক/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলায় জাকির হোসেনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও ব্যাংকের টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।