বিএসএমএমইউ’র বহির্বিভাগ খোলা থাকবে ৪ জুন

বিএসএমএমইউ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ৪ জুন (মঙ্গলবার) বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর বহির্বিভাগ খোলা থাকবে। তবে ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ মে) বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

জানানো হয়, ৪, ৫ ও ৬ জুন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগ (৪ জুন ব্যতীত), বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে বিভিন্ন বিভাগের জরুরি সেবা ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে থাকবে। আগামী ৭ জুন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন, শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে পুরোদমে চালু হবে।