সিঙ্গাপুরে ই-গভর্নেন্স কর্মশালা শেষে দেশে ফিরলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ই-গভর্নেন্স কর্মশালায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (৩১ মে) রাত ১০টা ৪০ মিনিটে হজতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

২৬ থেকে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করেছে সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

কর্মশালা চলাকালে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং পার্লামেন্ট পরিদর্শন করেন স্পিকার। এসময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার মি.তান চুয়ান জিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কর্মশালায় ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদ সদস্য এএফএম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত এবং নাহীদ ইজহার খান অংশগ্রহণ করেন।