দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ: সাবেক সংসদ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের





দুদক৪৪ একর দেবোত্তর সম্পত্তি ব্যক্তি আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৬ জুন) দুদক প্রধান কার্যালয় এই অনুমোদন দেয়।

মামলায় অন্য যাদের আসামি করা হবে তারা হলেন, সেবাইত মোহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, সাবেক সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার, বাহারাম মিঞা, শফিকুল ইসলাম, আখতারুল ইসলাম, তারিকুল ইসলাম, আতিকুর রহমান, সাকিব উদ্দীন ও মো. শাহজাহান সেলিম। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোহন্ত এস্টেটের দেবোত্তর সম্পত্তি ভোগদখল ও ব্যক্তি মালিকানায় হস্তান্তর করেছেন।