বিআরটিসি, ঢাকা মেডিক্যাল ও এলজিইডি কর্তৃপক্ষকে দুদকের চিঠি





banglanewsদুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ জুন) দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে তথ্য আসার পর তা খতিয়ে সংস্থাটির চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি নিয়ে অনিয়ম হচ্ছে। এই অনিয়ম খতিয়ে দেখতে ডিএমসিএইচ’র পরিচালক এবং এলজিইডি’র নির্মাণকাজে দুর্নীতি, অনিয়মের অভিযোগ আসার পর সংস্থাটির প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠানো হয়েছে।
বিআরটিএ কার্যালয়ে অভিযান
এদিকে, অনিয়ম, দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজধানীর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া বনসম্পদ ধ্বংসের অভিযোগে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে এবং সাতক্ষীরায় বাঁশদহা ইউনিয়নে খালখননে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।