দ্রুত বিএনবিসি কোড বাস্তবায়নের দাবি আইইবি’র

আইইবি’র পুরকৌশল বিভাগের উদ্যোগে সেমিনারদ্রুত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- ২০১৭ (বিএনবিসি) বাস্তবায়নের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। সংগঠনটি বলছে, বিএনবিসি কোড বাস্তবায়িত হলে দেশে বড় ধরনের আর কোনও ক্ষতি হবে না। এই কোড বাস্তবায়ন হলে বনানীর এফআর টাওয়ারের মতো আর কোনও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটবে না। সোমবার (১৭ জুন) আইইবি’র পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। ঢাকা শহরসহ সারাদেশে বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি হচ্ছে। সব এলাকার বিল্ডিংকে ভূমিকম্পের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে ডিজাইনের সময়ই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। আইইবি ইতোমধ্যে সব পৌরসভা, সিটি করপোরেশনে আইইবি’র পক্ষে প্রকৌশলীদের রাখার প্রস্তাব করেছে। তারা সবাই বিএনবিসি অনুসরণ করে বিল্ডিং ডিজাইন অনুমোদন দেবে। আইইবি প্রত্যাশা করে- এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র সভাপতি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অ্যাসোসিয়েশন অব আইসিসি (ইন্টারনেশনাল কোড কাউন্সিল) সভাপতি এস কে ঘোষ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রাকিব আহসান, আইইবি’র পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, আইইবি’র পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান।