স্বাস্থ্য খাতে বাজেটের ১২ শতাংশ বরাদ্দের দাবি

 


IMG_20190619_114104স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ১২ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। সংস্থাটির মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রস্তাবনা অনুযায়ী সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে সামগ্রিক বরাদ্দ জাতীয় বাজেটের ১৫ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশ হওয়া উচিত।
বুধবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম।
সংবাদ সম্মেলনটি ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন যৌথভাবে আয়োজন করে।
গত কয়েক অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিসংখ্যান উপস্থাপন করে ডা. কাজী রকিবুল ইসলাম দেখান বরাদ্দ ক্রমে বৃদ্ধি পাওয়া উচিত হলেও তা হয়নি। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের ব্যবহারও সুনির্দিষ্ট নয় বলে অভিযোগ করেন তিনি।
দেশের চিকিৎসাব্যবস্থায় খরচ বেড়েছে মন্তব্য করে কাজী রকিবুল বলেন, স্বাস্থ্য খাতের সরকারি অর্থায়ন এখন শুধুমাত্র জেলা বা উপজেলা পর্যায় পর্যন্ত রয়েছে। এটাকে গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ২১টি দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে ডাব্লিউএইচও-র নির্দেশনা অনুসারে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, চিকিৎসার খরচ কমানো, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনা অন্যতম।
সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক রশীদ-ই-মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, সভাপতি অধ্যাপক এম আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডা. কাজী রাকিবুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ডা. মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম লালা, বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন প্রমুখ।