হাইকোর্টের রেস্তোরাঁয় পচা মাংস



২২২দেশব্যাপী ভেজাল খাবার ও খাদ্যপণ্যের বিরুদ্ধে যখন একের পর এক আদেশ ও পর্যবেক্ষণ দিচ্ছেন হাইকোর্ট, ঠিক তখন এ বিচারালয়ের আইনজীবীদের রেস্তোরাঁয় মিললো মুরগির পচা মাংস।

বুধবার (১৯ জুন) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য অভিযান চালিয়ে এ পচা মাংসের সন্ধান পান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুরে ক্যান্টিনের খাবারে মাছি পাওয়া নিয়ে এক আইনজীবী ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর বিষয়টি সমিতির নজরে পড়লে তারা সমিতি ভবনের ৪ তলায় অবস্থিত রেস্তোরাঁ অলিম্পিয়া প্যালেসে অভিযান চালান। তারা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা মুরগির পচা মাংস, মসলা মিশ্রিত মুরগির মাংস ও সালাদের উপকরণ উদ্ধার করেন।’
সরেজমিন দেখা গেছে, পচা মাংস পাওয়ার ঘটনায় আইনজীবীরা রেস্তোরাঁর সামনে ভিড় জমিয়েছেন। তারা রেস্তোরাঁর লাইসেন্স বাতিলসহ সমিতির সঙ্গে করা লিজ বাতিল এবং জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানান।
ঘটনার পর আইনজীবী সমিতির সদস্য শামীম সরদার কয়েকজন সদস্যকে নিয়ে জরুরি বৈঠক করেন। এ ছাড়া ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাসহ কয়েকজন আইনজীবী।
পরে আইনজীবী সমিতির সম্পাদক রেস্তোরাঁ ম্যানেজার সোহানের কাছে মুরগির পচা মাংস রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন।
বিক্ষুব্ধ আইনজীবীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সমিতির সভাপতি বলেন, ‘আমরা এ নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছি।’