অত্যাধুনিক ডাটা ব্যাংকের মাধ্যমে কম খরচে বিদেশে যাওয়া যাবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

01প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে বিদেশ গমনেচ্ছুদের জন্য একটি অত্যাধুনিক ডাটা বাংক করা হচ্ছে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন করা কর্মীরা স্বল্প ব্যয়ে নিরাপদে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাবে। ’
বুধবার (১৯ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটা ব্যাংক তৈরি ও দৈবচয়ন পদ্ধতিতে কর্মী নির্বাচন সংক্রান্ত রেজিস্ট্রেশন কার্যক্রম পরীক্ষামূলক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
ইমরান আহমদ বলেন, ‘সব ধরনের ডিজিটাল সেবা বিদেশ গমনেচ্ছু কর্মীদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সঠিক তথ্য জানাতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সম্পৃক্ত করতে হবে। তা না হলে ডিজিটাল উদ্যোগ সফল হবে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে জনগণকে সচেতন করতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, ‘কাজের উদ্দেশে বিদেশে গমন প্রক্রিয়া সহজতর করতেই বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজেস্ট্রেশনের মাধ্যমে এই ডাটা ব্যাংক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বিএমইটির মহাপরিচালক সেলিম রেজার সভাপতিত্বে এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্মসচিব মো. ফজলুল করিম, যুগ্মসচিব মো. শহিদুল আলম, বুয়েটের অধ্যাপক লুৎফুল কবীর উপস্থিত ছিলেন।