সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য: বিএনপি নেতা সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনসম্পদ বিবরণীতে মিথ্য তথ্য দেওয়া ও এক কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর দনিয়া উচ্চ মাধ্যমিক স্কুলের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম ভূঁইয়া বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান।

২০১৭ সালের ৭ জুন সেলিমকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার পর ওই বছরেরই ৪ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন তিনি।