ডিজি হটাতে ইফা’তে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। (ফাইল ছবি)

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ডিজি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ দাবিতে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।

ইফার বায়তুল পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মহিউদ্দিন মজুমদার বলেন, ডিজি’র পদত্যাগের দাবিতে আজকেও ইফার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে যাচ্ছেন। আজ সাবেক অনেক কর্মকর্তা কর্মচারী এসেছেন আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

গত ১৮ জুন থেকে এই দাবিতে ধর্মঘট  ও কর্মবিরতি পালন করছেন ইফার  কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, ইফার পরিচালকরা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের দাবি কথা জানিয়েছেন।

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে একটি গুরুত্বপূর্ণ পিলার ভাঙা নিয়ে সৃষ্ট ঘটনা এর তদন্তের জের ধরে গত ১০ জুন  ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে কেন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে না তা জানতে পাঠানো নোটিশের পর থেকেই সংস্থাটিতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এরপর ১৫ জুন বন্ধের দিনে ডিজি তার দফতর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইফা’র সচিব কাজী নূরুল ইসলামসহ অন্যরা বাধা দেন।