কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

দুদক

কুমিল্লা সদর থানাধীন খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রুরাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের বিরুদ্ধে

তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে  অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ২০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ এ অভিযোগপত্র দাখিল করেন। বিচারক সত্যব্রত শিকদার মামলাটি বিচারের জন্য অনুমতি দেন। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এটি পাঠানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, দুদক মো. শাহজাহানকে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। তিনি ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করে সে বছরের  ১৩ অক্টোবর সম্পদ বিবরণী জমা দেন। এরপর তা যাচাই করে শাহজাহানের ৬ কোটি ৮২ লাখ ১৯ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এরমধ্যে ৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ২৯৩ টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি শিক্ষক উপাধিধারী এই সমবায় নেতা। এ কারণে ২০১৭ সালের ১২ এপ্রিল দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।