রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের অনুমতি চেয়েছে আইসিসির প্রধান আইনজীবী

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন

মিয়ানমার হতে রোহিঙ্গা জনগণের নির্বাসন ও তাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তদন্ত করার অনুমতি চেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর প্রধান কৌঁসলি ফেতু বেনসুডা। মানবতার বিরুদ্ধে অপরাধগুলির অন্তত একটি অংশ যা বাংলাদেশের এলাকায় ঘটেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) এসব ঘটনার তদন্ত শুরু করার অনুমোদন চেয়েছিন তিনি।

রাখাইনে ৯ অক্টোবর ২০১৬ থেকে শুরু করে যে অপরাধ হয়েছে, সেটি এই তদন্তের অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে আইসিসির একটি প্রেস রিলিজ।

উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল ফেটু আদালতের বিচারপতিদের কাছে রোহিঙ্গা জনগণের মিয়ানমার থেকে বাংলাদেশে কথিত নির্বাসনের বিষয়ে এক্তিয়ারের প্রশ্নের উপর আইনি নির্দেশের জন্য একটি অনুরোধ করেছিলেন।

কৌঁসুলি তার আবেদনে বলেন, যে ৭ লাখ রোহিঙ্গাকে নানা ধরনের জোরজবরদস্তিমূলক কাজের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে নির্বাসন করা হয়েছে, সেটি বিশ্বাস করার যথাসঙ্গত ভিত্তি বিদ্যমান।

তিনি আরও বলেন, এটি বিশ্বাস করার যথাসঙ্গত কারণ রয়েছে এজন্য যে, ২০১৭ সালের রাখাইনে রোহিঙ্গারা হিংস্রতার শিকার হয় এবং এই অপরাধগুলি কিছু মিয়ানমারের অঞ্চলে এবং কিছু বাংলাদেশ অঞ্চলে সংঘটিত হয়েছিল।