ঠিকাদারি কাজে শিক্ষা প্রকৌশলে সিন্ডিকেটের চেষ্টা!

শিক্ষা ভবনে সমাবেশঅবৈধভাবে নির্মাণ কাজ নিয়ন্ত্রণে নিতে রাজধানীর শিক্ষা ভবনকে টেন্ডার সন্ত্রাসের আখড়ায় পরিণত করতে ঠিকাদারদের একটি সিন্ডিকেট চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এক শ্রেণির অসাধু প্রকৌশলীরা এ কাজ করছেন বলেও অভিযোগ করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর আব্দুল গণি রোডে ‘শিক্ষা ভবনে’ এক সমাবেশে এ অভিযোগ করেন মাঠ পর্যায়ে কর্মরত ইইডি’র প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ এই  সমাবেশের আয়োজন করে।

সমন্বয় পরিষদের আহ্বায়ক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী বুলবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকৌশলী-কর্মকর্তারা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিশাল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইজিপি চালুসহ ইইডি’র  আর্থিক ও প্রশাসনিক  ক্ষমতা মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ফলে দরপত্র প্রক্রিয়ায় টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধ হয়েছে। ভেঙ্গে গেছে অসাধু ঠিকাদার ও প্রকৌশলীদের সিন্ডিকেট। ইইডি’র এই অর্জনকে নস্যাৎ করে নিজেদের স্বার্থ কায়েমের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।’

সভায় বক্তারা জানান, ইইডি’র  অধীনে দেশব্যাপী সাধারণ ও কারিগরি সেক্টরের প্রায় ২৪ হাজার দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানবসম্পদ উন্নয়নে ১০০টি উপজেলায় ১০০টি টিএসসি নির্মাণ, বিদ্যমান ৬৪টি টিএসসি’র অবকাঠামো উন্নয়ন, ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইনটেক ক্যাপাসিটি দ্বিগুণ করার জন্য ভবন নির্মাণে ইইডি অনন্য ভূমিকা রাখছে। কিন্তু, একটি চক্র এসব উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার জন্য প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদফতর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সদস্যসচিব আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, তৌহিদ উদ্দিন আহমেদ, শাহ নঈমুল কাদের এবং নির্বাহী প্রকৌশলী আফরোজা বেগম, আবুল হাসেম সরদার, মীর মুয়াজ্জেম হুসেন, শাহ আলম, মো. আকতারুজ্জামান, জয়নাল আবেদীন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইইডি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী সিকদার, ইইডি সরকারি কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও গাড়ি চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।