বনানীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত




ট্রেনে কাটারাজধানীর বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন (৫২) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর পৌনে ১২টায় রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

তিনি জানান, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় মকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে ওই ব্যবসায়ী নিহত হন।

নিহতের ছেলে তানিম আহম্মেদ জানান, সকাল ৭টায় বাবা বাসা থেকে বের হন। পরে খবর পাই বনানীতে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামে। তিনি মৃত এরশাদ আলীর ছেলে। তিনি নতুন বাজার নুরের চালা কুইন্স গার্ডেনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।