ভুট্টার ট্রাকে ৫৩৪ বোতল ফেনসিডিল, আটক ৩

ট্রাক থেকে উদ্ধার করা ফেনসিডিলসহ আটক তিনজনরাজধানীর গাবতলী এলাকায় ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ৫৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। রবিবার (১৫ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে দারুস সালাম থানার গাবতলী মাজার রোডের নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো, মো. ফারুক হোসেন (৪২), জাহাঙ্গীর মৃধা (৪০) ও মো. হাসান (৫৮)। এ সময় ৫৩৪ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ ভুট্টা বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দিনাজপুরের বিরামপুর থেকে ফেনসিডিল এনে সেগুলো ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা। ভুট্টা বোঝাই ট্রাকে আনা এসব ফেনসিডিল ঢাকার মিরপুরে সরবরাহ করার কথা ছিল।