পাশ্চাত্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ভীষণ ফোকাস পায়: অধ্যাপক সুমন রহমান

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মাঝে-মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। কিন্তু, পাশ্চাত্যে এসব ঘটনা এতো বেশি ফোকাস পায় যে মানুষ ভয়েই আর কিছু করে না। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান এ মন্তব্য করেছেন।

আজকের বৈঠকির শিরোনাম  ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে দেখা যাচ্ছে এই আয়োজন।

অধ্যাপক সুমন রহমান বলেন, আমরা আস্থার সঙ্গেই বলি যে দুই দশক আগে আমাদের পারিবারিক ব্যবস্থা অনেক বেশি নিরাপদ ছিল। নানা ঘটনায় এটা এখন অনিরাপদ হয়ে উঠছে। আর এটা যখন আমরা বলি, তখন ভাবতে থাকি যে পাশ্চাত্য দেশগুলোতেও পারিবারিক ব্যবস্থায় অনিয়ম আছে কিনা। তবে এমন অনিয়মের বিষয়টা আমি আর পাই না। তারা আমাদের থেকে আরও এককেন্দ্রিক পরিবার, তারপরেও তাদের সমাজ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেয়। সেখানে এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুই একটা ঘটেও, সেটা এতো বেশি ফোকাস পায় যে মানুষ ভয়েই কিছু করে না।

তিনি বলেন, আমার কাছে মনে হয়, কোন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেটা জানা খুব জরুরি। শিক্ষাঙ্গনগুলো ভেঙে পড়ছে। তার পেছনে, রাজনীতির দুর্বৃত্তায়নের একটা প্রভাব আছে এটা অস্বীকার করার উপায় নাই।

তিনি বলেন, যখন একটা অপরাধকে বৈধতা দেওয়া শুরু হয় যেটা আমরা ধর্ষণকে দেওয়া শুরু করেছিলাম তা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

শিক্ষকদের হেনস্থা করা কিংবা ছাত্রদের অসুদপায় অবলম্বন করাকে স্নেহসুলভ বৈধতা আমরা দেই। দিতে দিতে এগুলো একধরনের বৈধকরণ হয়ে যায়। এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান, সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। 

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়।