ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে: সাঈদ খোকন

রাজধানী ঢাকার ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ডেঙ্গু বিষয়ে সার্বিক খোঁজ খবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হানকে সান্ত্বনা দেন তিনি।

ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়ার জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘কিন্তু আমরা বসে নেই।  ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্টরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে। মাঠ পর্যায়ে বিভিন্ন জোরদার কার্যক্রম চালাচ্ছে। এসবের ফলে অচিরেই শহরকে ডেঙ্গুমুক্ত নিশ্চিত করা সম্ভব হবে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গু রোগ শুধু বাংলাদেশে না; পাশ্ববর্তী দেশ ভারত, মালেশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও হাজার হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা কিন্তু ময়লা আবর্জনায় বংশ বিস্তার করে না। অনেকে হয়তো তাই মনে করে। কিন্তু এটি সম্পূর্ণ স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই আমরা শিগগিরই বাসাবাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতেও মশার ওষুধ ছিটানোর জন্য মশক কর্মীদের পাঠাবো। আপনারা তাদের বাসাবাড়িতে প্রবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবেন। সেই সঙ্গে আপনার প্রতিবেশীদেরও বলবেন যেনো পানি দুদিনের বেশি জমিয়ে না রাখে। তাহলেই এটি প্রতিরোধ করা সম্ভব হবে।’

পরে মেয়র ঢাকা মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে বঙ্গবাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের কার্যক্রম পরিদর্শন করেন।