সচিবালয়ের গেটের সামনে পৌরসভার কর্মচারীদের অবস্থান

 

02রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে সচিবালয়ের পশ্চিম পাশের গেট দুটিতে অবস্থান নিয়েছে পৌরসভার কর্মচারীরা। টানা তিন দিন প্রেসক্লাবের সামনে অবস্থানের পর বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সচিবালয়ের পশ্চিম পাশের গেট দুটিতে অবস্থান নেন তারা। পুরো রাস্তায় সারাদেশ থেকে আসা ৩২৮টি পৌরসভার কয়েক হাজার কর্মচারী সেখানে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের মিরসরাই পৌরসভারকর্মী সৌরভ চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আমাদের আজ চতুর্থ দিনের অবস্থান চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আজ সকাল ১০টার দিকেই আমরা সচিবালয়ের রাস্তায় ও গেটের সামনে অবস্থান নিয়েছি।’

01বগুড়ার ধুনট পৌরসভারকর্মী জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও অযৌক্তিক দাবি করিনি। আমাদের নিয়োগ সরকারি। তাহলে বেতন সরকারের রাষ্ট্রীয় কোষাগার দিতে সমস্যা কোথায়? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আজ থেকে প্রেসক্লাব ও সচিবালয়ের রাস্তা, এই দুই জায়গাতেই অবস্থান করবো।’

এর আগে রবিবার ১৪ জুলাই দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা।