ডেঙ্গু মোকাবিলায় ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: মিলার (ভিডিও)

পুরান ঢাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ডিএসসিসির মেয়র সাঈদ খোকন

ডেঙ্গু রোগ মোকাবিলায় ঢাকা সিটি করপোরেশনের পাশে থেকে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বুধবার (১৭ জুলাই) সকালে পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকা সিটির নানা সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে আমরা সকালে আলাপ করেছি। বাংলাদেশে আমাদের কমিউনিক্যাবল ডিজেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নামে ছোট একটি অফিস আছে। এটি বিশেষ করে জনবহুল পুরান ঢাকার ট্রাফিক, দুর্যোগ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাপনায় কাজ করে। এখানে ডেঙ্গু নিয়ে যে সমস্যা, সেটি মোকাবিলায় আমরা ঢাকা সিটির পাশে থেকে এক হয়ে কাজ করবো। আশা করছি, এটিও প্রতিরোধ হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হলাম। এ সময় ঢাকার মেয়রের সঙ্গে সম্পর্কও হলো। আমরা ঢাকার সিটির যেকোনও সমস্যা নিয়ে একসঙ্গে কাজ করবো।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় মার্কিন রাষ্ট্রদূত আমাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা ডেঙ্গু মোকাবিলায় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রও আমাদের সঙ্গে কাজ করবে। তাদের এ আশ্বাসে আমরা অত্যন্ত খুশি। ডেঙ্গু প্রতিরোধে নগর কর্তৃপক্ষ, সিটি করপোরেশন এবং দূতাবাসের যে অফিসটি রয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি মোকাবিলা করতে সক্ষম হবো।’

এরপর পুরান ঢাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মার্কিন রাষ্ট্রদূত।