ঢাবির সঙ্গে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

 

শাহবাগ মোড়ে শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

রাস্তা অবরোধের কারণে বাংলা মোটর থেকে শাহবাগ, সায়েন্সল্যাব থেকে শাহবাগ এবং শাহবাগ থেকে মৎস্য ভবনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরেন আন্দোলনের মুখপাত্র মো. শাকিল মিয়া। দাবিগুলো হলো—যেকোনও মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফল প্রকাশ করা এবং ক্যাম্পাসে সব ধরনের বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।

শাকিল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এর আগে প্রশাসনকে দাবি আদায়ের জন্য সময় বেঁধে দিয়েছি। কিন্তু কোনও ধরনের আশ্বাস না পাওয়ায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিলে আন্দোলন থেকে সরে যাবো।’