বুড়িগঙ্গায় বিআইডব্লিউটিএ’র অভিযানে ৬১ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর ‍বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসময় ৬১টি স্থাপনা অপসারণ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে বুড়িগঙ্গার হাসনাবাদ থেকে দলেশ্বর হয়ে পানগাঁও পর্যন্ত নদীর দক্ষিণ পাশে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি দোতলা ভবন, ৬টি এক তলা ভবন, ২৩টি আধাপাকা ভবন ও ৩১টি টিনের ঘরসহ ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি প্রায় সাড়ে ৩ একর জমি অবমুক্ত করা হয়। এছাড়া ৮৮ লাখ ২০ হাজার টাকার মালামাল নিলামে বিক্রি করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, বিআইডব্লিউটিএর এই অভিযান আগামী সপ্তাহের সোমবার আবারও শুরু হবে। ওই দিন সকাল ৯ টা থেকে বুড়িগঙ্গার মুন্সীখোলা হতে পাগলা- ফতুল্লা- পঞ্চপটি হয়ে ধর্মগঞ্জ অভিমুখে যাত্রা করবে। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।