সোমবার থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে হিমালয় এয়ারলাইন্সের যাত্রা শুরু

সোমবার (২২ জুলাই) ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট শুরু করবে নেপালের হিমালয় এয়ারলাইন্স। সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশে নেপাল দূতাবাসে উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি বলেন, ‘বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। নেপালের হিমালয় এয়ারলাইন্সের যাত্রার মধ্য দিয়ে দুদেশের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।’

বাংলাদেশের হিমালয় এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সুশীল কুমার বলেন, ‘২০১৪ সালে প্রতিষ্ঠিত হিমালয় এয়ারলাইন্স। বর্তমানে বহরে তিনটি উড়োজাহাজ রয়েছে। ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইটে এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। উড়োজাহাজটিতে ১৫০টি ইকোনমি আসন ও ৮ টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস আসন রয়েছে।’

হিমালয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান এসএয়ার এয়ার বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নেপাল থেকে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১০ মিনিটে ফ্লাইট নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।’

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা-নেপাল রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করছে।