অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখতে ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি





banglanewsঅনিয়ম, দুর্নীতি আর জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ খতিয়ে দেখতে খুলনার বটিয়াঘাটা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার (২৩ জুলাই) এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ভূমি কর আদায়ে অব্যবস্থাপনা, শিল্পবর্জে্যর কারণে খালের পানি দূষিত হওয়া এবং অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা খতিয়ে দেখতে এই চিঠি পাঠানো হয়।
এদিকে, কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা সময়মতো যান না, প্রাইভেট প্র্যাকটিস নিয়েই তারা বেশি ব্যস্ত থাকেন বলে দুদকের অভিযানে প্রমাণ মিলেছে। হাসপাতালটির পরিবেশও নোংরা, সেবার মান নেই বললেই চলে এবং বেশির ভাগ মেশিনও নষ্ট। অভিযানের সময় সরেজমিন এসব দেখেছে দুদক এনফোর্সমেন্ট টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. জাকারিয়া। অভিযানের সময় এক দালালকে ২৮ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।