হিযবুত তাহরীরের সংগঠক গ্রেফতার





নাঈম গ্রেফতারনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের সক্রিয় সংগঠক তানভীর হাসান ওরফে নাঈমকে (৩১) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-টোরোরিজম ইউনিট। সোমবার (২২ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের শেখদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তানভীরের বাসা থেকে সরকারবিরোধী লিফলেট, উগ্রবাদী বই, ৪টি মোবাইল, একটি ল্যাপটপ, পেনড্রাইভ ও একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, তানভীর ঢাকা কলেজ থেকে এমবিএ শেষ করে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিল। ২০০৮ সালে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত হয়। ঢাকা মহানগরীর প্রচারণা ও দাওয়া বিভাগের অন্যতম প্রধান হিসেবে কাজ করছিল। ২০০৯ সালে হিযবুত তাহরীরসংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
তানভীরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাহিদুজ্জামান।