বন্যার্তদের পাশে যাচ্ছেন বিএনপি নেতারা

ত্রাণ বিতরণের জন্য বিশেষ ব্যাগ তৈরি করেছে বিএনপিবন্যার্তদের পাশে দাঁড়াতে দলের পক্ষ থেকে ত্রাণ নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কার্যক্রম শুরু করেছে বিএনপি। একই সঙ্গে একটি বিশেষ উচ্চ পর্যায়ের ত্রাণ কমিটিও করেছে দলটি। শুক্রবার (২৬ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার লালমনিরহাট ও কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করবেন। শনি ও রবিবার দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার কিছু এলাকায় ত্রাণ বিতরণ করবেন। গাইবান্ধায় যাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও  নজরুল ইসলাম খান এবং জামালপুর জেলায় ত্রাণ দেবেন ড. এজেডএম জাহিদ হোসেন।

শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান ফরিদপুর, বাবু গয়েশ্বর চন্দ্র রায় সিলেটের সুনামগঞ্জের কিছু এলাকায় ত্রাণ দেবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বরিশালে ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করার কথা থাকলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।