প্রাণিবিজ্ঞানীরা বলছেন, তারা দিনে এডিস মশা কামড়ায়, এই কথাটি উল্লেখ করার সময় ‘সাধারণত’ শব্দটি বলেন। অর্থাৎ এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাদের পর্যবেক্ষণ, এই মশা কামড়ানোর সময় ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি পছন্দ করে বেশি। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় এবং গোধূলি বা সূর্যাস্তের সময়টা এসব মশার ক্ষেত্রে কামড়ানোর জন্য পছন্দসই সময়। তবে কোনও স্থানকে যদি রাতের বেলায়ও কৃত্রিম আলো-আঁধারির আবহে রাখা হয়, এডিস মশা সেসময়েও সেখানে কামড়াবে।
এডিস মশার সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি হুমায়ুন রেজা খান বাংলা ট্রিবিউনকে বলেন, এদের চিনলে সতর্ক থাকা সহজ হবে। চেনার উপায় বলতে গিয়ে তিনি বলেন, এই মশা অন্য মশাদের চেয়ে কালো ধরনের হবে। পায়ে এবং পাশে সাদা ডোরাকাটা থাকবে। এডিসের মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ চলে গেছে। এই দুটো দেখেই বোঝা যায় কোনটা এডিস আর কোনটা নয়।
এডিস মশা দিনের বেলা ছাড়া অন্যসময়ে কামড়ায় না এই তথ্য কতটা সঠিক প্রশ্নে তিনি বলেন, আমরা সাধারণত শব্দটা ব্যবহার করি। এরা সাধারণত দিনের বেলা কামড়ায়। কেননা ঘরের মধ্যে থাকে। কিন্তু খিদা লাগলে দিন আর রাত কী!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, এডিস মশার আলো পছন্দ, বিষয়টি তেমন নয়। এ মশা আলো-আঁধারি পছন্দ করে। দিনের শেষ আর সন্ধ্যার শুরুর সময়ের যে আলো, সেটি তার সক্রিয় হওয়ার সময়। রাতের বেলা কোনও বাসায় আলো-আঁধারি বিপজ্জনক কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, আলো-আঁধারি সেটা যখনই হোক না কেন এডিস কামড়াবেই।
তিনি আরও বলেন, কখন কামড়াবে তার চেয়েও কঠিন বিষয় হলো আমাদের চারপাশে মশার ঘনত্ব বেড়ে গেছে। সাম্প্রতিক গবেষণায় আমরা পেয়েছি এডিস মশার সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। সেটি সামাল দিতে না পারলে প্রতিরোধ কঠিন হবে।
দিনের বেলা কর্মস্থলে ও শিশুদের স্কুলে থাকার সময়গুলোতে আবৃত পোশাক পরার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, মশার আচরণ নিয়ে যদি গবেষণা আরও বেশি হয় এবং যার যার জায়গা থেকে একসঙ্গে কাজ করলে এই দুর্যোগ থেকে বের হওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: এডিস মশা আসলে দেখতে কেমন?