আইনমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, একুশে টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফেরত





আদালতআইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর বক্তব্যের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগে একুশে টিভির সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা আবেদন ফেরত দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত মামলার আবেদন ফেরত দেন। ঢাকা বারের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেছিলেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
তিনি জানান, আদালতে জবানবন্দির জন্য বাদী কাঠগড়ায় দাঁড়ালে বিচারক তাকে বলেন, আগে মামলার ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করুন। তারপরও থানা যদি মামলা না নেয়, তাহলে পরবর্তীতে আদালত থেকে থানাকে মামলা নেওয়ার জন্য আদেশ দেওয়া হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে (BD TOP WAZ) আইনমন্ত্রী ও তার পরিবার সম্পর্কে মানহানিকর বক্তব্যের ভিডিও প্রচার করা হয়।